হোম > ছাপা সংস্করণ

নীরব আমতলী বিএনপি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আমতলী উপজেলা বিএনপি নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের। আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মিছিল সভাসহ কোনো কর্মসূচি পালন করেনি। সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তির আন্দোলনে আমতলী উপজেলা বিএনপি নীরব ভূমিকা পালন করায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর গত বছর ২৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন নেতা-কর্মীরা। তাঁকে মুক্তির আন্দোলনে সারা দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জোরালো আন্দোলন করলেও আমতলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মিছিল মিটিংসহ কোনো কর্মসূচি পালন করেনি। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত খালেদার মুক্তির আন্দোলনে শামিল হওয়ার দাবি জানান তৃণমূল নেতা-কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল নেতা-কর্মী জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নীরব ভূমিকা পালন করছেন। দ্রুত জোরালো আন্দোলনের দাবি জানান তারা।

বিএনপির বর্ষীয়ান নেতা মো. রুস্তম আলী ফকির বলেন, ‘আমতলীতে মাঠপর্যায়ে বিএনপির কার্যক্রম নেই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি কোনো কর্মসূচি পালন করেনি।’

আমতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান হিরু বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি পার্টি অফিসে বসে পালন করা হচ্ছে। পুলিশের বাধার কারণে আমরা আন্দোলন জোরালো করতে পারছি না।’

আমতলী উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘সব কর্মসূচি পালন করা হচ্ছে। যারা বলেছেন কর্মসূচি পালন করছি না, তারা উপজেলা বিএনপির সক্রিয় কর্মী নন। তারা সরকারদলীয় লোকের সঙ্গে আঁতাত করে চলা নেতা।’

এ বিষয়ে সাবেক সাংসদ বিএনপি নেতা মো. মতিয়ার রহমান তালুকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ