হোম > ছাপা সংস্করণ

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

সিলেট প্রতিনিধি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

গত বুধবার দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে ১ হাজার সাতটি ইয়াবা, ১০২ বোতল বিদেশি মদ এবং ৩২ কেজি গাঁজা।

গতকাল বৃহস্পতিবার র‍্যাব-৯ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার সাতটি ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে র‍্যাব। তাঁরা হলেন, যশোরের পাঠান পাইকপাড়া গ্রামের মো. মিলন খাঁন (৪৬) ও এসএমপির দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার বাসিন্দা মো. শাবলু আহমেদ (২৮)।

একই দিনে অপর আরেকটি অভিযানে র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এদিকে, র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অপর অভিযানে বুধবার হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি মাধবপুর উপজেলার বৌকুন্ঠপুর চা বাগান এলাকার বাবুল চৌহান (২৭)।

র‍্যাব-৯- এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ