ত্রিপুরায় আবারও আক্রান্ত হলো তৃণমূল। এবার দলটির নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের ওপর সরাসরি হামলা হয়েছে। তাঁর গাড়ি ভাঙচুর এবং ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে গতকাল শুক্রবার ত্রিপুরার পুরনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা মতে, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলাসহ রাজ্যের শহরগুলোর স্বশাসিত সংস্থাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ অবস্থায় তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গ জয়ের পর বাংলাভাষী ত্রিপুরা রাজ্যেও নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় তৃণমূল কংগ্রেস। গতকাল থেকে টানা ১২ দিনের প্রচার কর্মসূচির প্রথম দিনই আক্রান্ত হন তৃণমূল নেতারা। তৃণমূলের তরফে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।