চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) কার্যালয়ের টিনের চাল ভেঙে একটি ফ্যান, ২০টি ট্রফি চুরি করে দুর্বৃত্তরা।
এ ছাড়াটি ৫ ট্রফি ভাঙচুর করা হয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে নিরাপত্তা চেয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল আসাদ স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, সিইউডিএসের কার্যালয়ে চুরিসহ সংগঠনের অফিসের সামনে থাকা ব্যানার টানানোর লোহার স্ট্যান্ডও নিয়ে যায় কে বা কারা। এ অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতা বোধ করছেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, ২০১৯ সালে বিতর্ক সংগঠনের অফিস কক্ষটি মেরামতের আবেদন করা হলেও কাজটি সম্পন্ন করা হয়নি। সংস্কার করা হলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।