সাভারের আশুলিয়ায় স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক অটোরিকশাচালক। গত শনিবার রাতে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলীর ভাড়া বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলার চরগোরুক মণ্ডল গ্রামের বাসিন্দা সবুর আলী, তাঁর স্ত্রী রোজিনা আক্তার ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা আক্তার একটি পোশাক কারখানা চাকরি করতেন এবং সবুর অটোরিকশাচালক ছিলেন।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে। দুই দিন ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে টিনের ফাঁক দিয়ে সবুর আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি আশুলিয়া পুলিশকে জানান প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তিনজনের লাশ উদ্ধার করে।
নিহতের বোন রাশেদা আক্তার বলেন, অটোরিকশা কিনে বুধবার বের হন। সেই দিনই অটোরিকশাটি চুরি হয়ে যায়। ভয়ে বিষয়টি স্ত্রীকে জানাননি। পরদিন বৃহস্পতিবার অটোরিকশা চুরির ঘটনা জেনে যান স্ত্রী। তার পর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়।
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না।’