গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে প্রতিবন্ধী সেলিম আহমেদকে হুইলচেয়ার ও ভাতার বই দেওয়া হয়েছে। সেলিম উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা।
গত সোমবার উপজেলা সমাজসেবা অফিসে সেলিমের হাতে ভাতার বই ও হুইলচেয়ার তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার বলেন, সেলিমকে হুইলচেয়ারের পাশাপাশি পঙ্গু ভাতার বই করে দেওয়া হয়েছে। সেলিম বাড়িসহ আশপাশে ঘুরতে পারবেন।