কুষ্টিয়ার খোকসা স্টেশনে একই লাইনে যাত্রী ও মালবাহী দুটি ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ৩ শতাধিক যাত্রী রক্ষা পেল। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে দর্শনা থেকে ফরিদপুরগামী পাথর বোঝাই একটি ট্রেন খোকসা স্টেশনের ১ নম্বর লাইনে পৌঁছায়। এ সময় গোয়ালনন্দ ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনটির চালক সিগনাল উপেক্ষা করে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। এ সময় দুই ট্রেনের সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। পরে ৫০ মিটারের ব্যবধানে ট্রেন দুটি থামানো হয়।
স্টেশনের সিগন্যালম্যান আক্তার হোসেন জানান, শাটল ট্রেনের চালক হোম সিগনাল উপেক্ষা করে ওভার সুট করে সরাসরি ১ নম্বর লাইনে ঢুকে পড়েন। এ সময় ১ নম্বর লাইনে পাথর বোঝাই অপর একটি মাল ট্রেন ঢুকছিল। ফলে দুই ট্রেন মুখোমুখি হয়ে পড়ে। সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছিল। তিনি দাবি করেন, যে দুর্ঘটনা ঘটছিল, তা শুধুই শাটল ট্রেনের চালকের ভুলে।
স্টেশন মাস্টার এস এম মুনির জানান, ঘন কুয়াশার কারণে চালক সিগনাল দেখতে না পারায় ঘটনাটি ঘটেছিল। চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।