হোম > ছাপা সংস্করণ

ওমানে ক্যাম্পের শুরুতে নেই সাকিব–ফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে ঘরের মাঠে ব্যক্তিগতভাবে প্রস্তুতি সারছেন মাহমুদউল্লাহরা। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তুতি পর্ব শুরু অবশ্য ওমানে।

ওমানের প্রস্তুতি সামনে রেখে আগামী ৩ অক্টোবর রাতে মাসকাটে চলে যাবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বে বাংলাদেশ দলের সফরসূচি জানিয়েছে বিসিবি। ২ অক্টোবর করোনা পরীক্ষার পর বাসায় কোয়ারেন্টিন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় ওমানের মাসকাটে রওনা দেবে মাহমুদউল্লাহর দল। ওমানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। ৫ অক্টোবর মাসকাটে শুরু অনুশীলন। ওমানে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না। দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে। আইপিএল খেলতে তাঁরা বিসিবি থেকে ছুটি পেয়েছে ৭ অক্টোবর পর্যন্ত।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন একেবারে আরব আমিরাতেই। টানা চার দিন ওমানের কন্ডিশনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন সারবে বাংলাদেশ দল। যেহেতু এই মুহূর্তে বায়ো-বাবলে আছেন সাকিব-মোস্তাফিজ, আমিরাতে আরেকটি বায়ো-বাবলে যোগ দিতে কোনো সমস্যা নেই তাঁদের।

১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর। দুটি ম্যাচই শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন সাকিব-মুশফিকরা। বাছাইপর্ব উতরে ২২ অক্টোবর মূল পর্বে খেলতে ফের আমিরাতে যাবে বাংলাদেশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ