রংপুর সিটি করপোরেশনে অটোরিকশা, রিকশা ও ভ্যানের লাইসেন্স প্লেট অটোমেশন ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার নগর ভবনে রবি আজিয়াটা লিমিটেড ও তালুকদার অ্যান্ড সন্সের মধ্যে এ সমঝোতা চুক্তি হয়।
এ সময় সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা অ্যামবোশ প্লেট, মোবাইল অ্যাপস, ডেটাবেইস সফটওয়্যার, আরএফ আইডি কার্ড, স্ক্যানার ও মোবাইল সিমের মাধ্যমে নকল প্রতিরোধী নম্বর প্লেটের উদ্বোধন করেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মো. রাশেদুল হক, মডেল তারকা আদিল হোসেন নোবেল, তালুকদার অ্যান্ড সন্সের চেয়ারম্যান প্রদীপ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, অটোমেশন ও ডিজিটালাইজেশনের ফলে রিকশা ও ভ্যানের লাইসেন্স প্লেটগুলো কোনোভাবে নকল করা সম্ভব হবে না।