হোম > ছাপা সংস্করণ

‘রাজনীতিতে ধর্মের ব্যবহারে সহিংসতা হয়’

ঢাবি প্রতিনিধি

ধর্ম কখনো সহিংসতা শেখায় না, ধর্মকে ব্যবহার করে সহিংসতা হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ওয়াইসি ক্লাব’ আয়োজিত ‘ভায়োলেন্স বেজড অন রিলিজিয়ন: এশিয়ান পার্সপেক্টিভ’ শীর্ষক এক একাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ধর্মের কারণে কোনো সহিংসতা হয় না। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফলে সহিংসতা হয়।’

অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, এশিয়ার দৃষ্টিভঙ্গিতে তিনটি কারণে সহিংসতা হয়। তা হলো শক্তি, প্রভাব এবং আধিপত্য। কোনো অঞ্চলে যখন সহিংসতা হয়, তখন হয়তো তারা সে অঞ্চলে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর শক্তি প্রয়োগ করতে কিংবা প্রভাব বিস্তার অথবা আধিপত্য বজায় রাখতে এ সহিংসতা করে। এতে কোনো ধর্মের যোগসাজশ নেই। তবে এ ক্ষেত্রে বারবার ধর্মকে ব্যবহার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ