মির্জাগঞ্জে চাঁদনী আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত চাঁদনী আক্তার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আইউব আলী হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী কলেজিয়েট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত চাঁদনী আক্তারের মা-বাবা ঢাকায় থাকেন। ছোটবেলা থেকেই চাঁদনী একই গ্রামে তার নানা হযরত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত। গত বুধবার দুপুরের রান্না শেষে তার নানাকে দুপরের খাবার খেতে দিয়ে সে শয়ন কক্ষে যায়। কিছুক্ষণ পর ঘরের লোকজন তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে শয়ন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’