চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান আহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে মো. মোস্তফা (৩২) ও ভাতিজা ইকবাল হোসেন (৩০)। গতকাল রোববার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদের খাদেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ভোরে নামাজ পড়তে ঘর থেকে বের হন সুলতান আহাম্মদ। এ সময় তিনি ঘরের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে ঝাপটে ধরে চোর চোর বলে চিৎকার করেন। নিজেকে ছাড়িয়ে নিতে ওই লোক সুলতানকে ছুরিকাঘাত করেন। পরে তাঁর ছেলে মোস্তফা ও ভাতিজা ইকবাল এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করেন তিনি। পরে পালিয়ে যান। পরিবারের সদস্যরা তিনজনকে উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সুলতান আহাম্মদকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আহত বৃদ্ধ সুলতানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ছুরিকাঘাতে আহতেরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।