ডা. শামারুখ মাহজাবীন হত্যার পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল শনিবার সকালে যশোর প্রেসক্লাব সামনে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ডা. শামারুখ মাহজাবীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তৎকালীন যশোরের মনিরামপুরের সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের পুত্রবধূ হওয়ায় মামলাটি ধামাচাপা দেওয়া হয়েছিল। তখন একাধিকবার হত্যাকাণ্ডের মোটিভ সামনে তুলে ধরা হলেও তা কোনো কাজে আসেনি। উপরন্তু নিহতের পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হয়েছিল।
বক্তারা বলেন, ‘হত্যাকাণ্ডের সাত বছর অতিবাহিত হলেও আমাদের দাবির ব্যাপারে কোনোরূপ পদক্ষেপ নেয়নি প্রশাসন। অথচ এর মোটিভটি ছিল স্পষ্ট।’
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান, যশোর সনাতন ধর্মসংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, তিতুমীর সোহাগ, দেবব্রত ঘোষ প্রমুখ।
২০১৪ সালের ১৩ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে নিজ বাসায় খুন হন ডা. শামারুখ মাহজাবীন। সে সময় আত্মহত্যা বলে বিষয়টি প্রচার চালিয়েছিল তৎকালীন যশোরের মনিরামপুর আসনের সংসদ সদস্য খান টিপু সুলতান ও তাঁর পরিবার। কিন্তু শুরু থেকেই এ মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল তাঁর পরিবার।