গাজীপুরের টঙ্গীতে দুই কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্য রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই নারীর নাম ফাতেমা (৫০)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী থানায়।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শুভ মন্ডল বলেন, বুধবার রাতে মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে খরতৈল এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
এসআই বলেন এ সময় তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফাতেমা দীর্ঘদিন টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘ফাতেমা চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।