চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ। প্রতিবছর নিজের জন্মদিনটি বেশ জমকালো আয়োজনে পালন করেন পরী। সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবারও। তবে তাঁর এবারের জন্মদিনটি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্পেশ্যাল। কারণ, এ বছর তাঁর কোলজুড়ে এসেছে ফুটফুটে সন্তান, রাজ্য যার নাম। সন্তানকে কোলে নিয়ে এবারই প্রথম জন্মদিনের কেক কাটবেন পরী। বিষয়টি নিয়ে তাই উচ্ছ্বসিত অভিনেত্রী জন্মদিন পালনের বিস্তর পরিকল্পনা সাজিয়ে রেখেছেন।
নির্মাতা আবু রায়হান জুয়েলও তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ পরিকল্পনা করেছেন। জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন পরী। আছে মুক্তির অপেক্ষায়। গতকাল জুয়েল জানিয়েছেন, পরীর জন্মদিন উপলক্ষে আজ সিনেমার নতুন গান মুক্তি দেবেন তিনি।
তবে সবচেয়ে বড় চমকের কথা জানিয়েছেন নির্মাতা রুদ্র হক। তিনি গতকাল জানিয়েছেন ‘নতুন জন্মের গল্প’র কথা। এটি পরী অভিনীত নতুন সিনেমার নাম। গতকাল রুদ্র হক ফেসবুকে এ সিনেমার চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করেছেন। তাতে কাহিনিকার হিসেবে আছে শামসুন্নাহার স্মৃতির (পরীমণি) নাম।
জানা গেছে, পরীমণির লেখা গল্পেই তৈরি হয়েছে সিনেমাটি। তবে এটি নিয়ে বিস্তারিত জানাতে চাইলেন না নির্মাতা রুদ্র। বললেন, ‘এটা আসলে পরীমণির জন্মদিনে সবার জন্য বিশেষ চমক। জন্মদিনের অনুষ্ঠানেই এটা সম্পর্কে বিস্তারিত জানাব।’