জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক শিশুকে মোবাইলে ভিডিও গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ইন্তাজুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইন্তাজুলকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্তাজুল উপজেলার গোড়না গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে মোবাইলে ভিডিও গেম খেলতে দেওয়ার কথা বলে কৌশলে বাড়িতে নিয়ে যায় ইন্তাজুল। এ সময় বাড়িতে কেউ না থাকায় ধর্ষণের চেষ্টা করে। ডাক-চিৎকারে শিশুটির মা ছুটে আসলে বিষয়টি খুলে বলে সে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।