সৌদি আরবের নাগরিক নয় এমন বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দেশটি। আগ্রহী শিক্ষার্থীদের সৌদি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্বাস্থ্য-সম্পর্কিত বিভাগ ছাড়া অন্য যেকোনো বিভাগে পড়ার জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৫৬টি স্কলারশিপ বরাদ্দ দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতির শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে।
স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়গুলো হলো:
আবেদনের পদ্ধতি
সৌদি ইউনিভার্সিটির এই লিংকে (studyinsaudi.moe.gov.sa) প্রতিটি ইউনিভার্সিটির জন্য আলাদা ওয়েবসাইট পাওয়া যাবে। সেখানে গিয়ে লগইন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। পরে সেখানে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যাবে।
যেসব বিষয়ে স্কলারশিপ দেওয়া হবে:
পলিটিকস, আইন, এডুকেশনাল স্পেশালিটিজ, বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অ্যাগ্রিকালচার, রিলিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডুকেশন এবং মিডিয়া
ভর্তির আবেদনের যোগ্যতা:
শিক্ষার্থী সৌদি আরবের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হলে তিনি আবেদন করতে পারবেন না।
এ ছাড়া শিক্ষার্থীকে অবশ্যই স্কলার প্রদানকারী কর্তৃপক্ষের দ্বারা নির্দেশিত ও নির্ধারিত স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন। অফিশিয়াল ওয়েবসাইট লিংক
সূত্র: ওয়েবসাইট
অনুবাদ: আবিদা সুলতানা শামীমা