হোম > ছাপা সংস্করণ

হাসপাতাল আঙিনায় পানি, সাংসদের ক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আঙিনায় পানি জমে থাকার খবরে সেখানে যান কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি হাসপাতালটির পূর্ব পাশের নির্মাণাধীন নালার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

গত সোমবার হাসপাতালটিতে গিয়ে তিনি নালার কাজের ঠিকাদার মো. বাদল মিয়াকে ডেকে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের জবাব চান। ঠিকাদার কোনো সদুত্তর দিতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংসদ বাহার।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘কাজ শেষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক ফোটা পানি জমে থাকলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় তিনি ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রেখে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া তিনি প্রকৌশলীদের কাজের দেখভাল করার নির্দেশ দেন। কাজে নিম্নমানের মালামাল ব্যবহার, রড-সিমেন্ট কম দেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মো. মহিউদ্দিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী সফিকুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ