চট্টগ্রামের রাউজান ও সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিস্তারিত সংবাদে।
রাউজান ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : গত বুধবার রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, গত বুধবার নোয়াপাড়ার পথেরহাট পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ফয়সাল মারা যান। অপর মোটরসাইকেল আরোহী মো. আকিবের অবস্থা আশঙ্কাজনক।
ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা।
সাতকানিয়া (চট্টগ্রাম) : কয়েক দিন আগে দুই বন্ধু মোটরসাইকেলে গিয়েছিলেন কক্সবাজারে। গত বুধবার একইভাবে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের টাইম ক্যাফে সিকদার দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁরা নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুন্সী বাড়ির মো. সালাহ উদ্দীন (২৫) ও একই জেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে মো. তৌহিদ উদ্দীন আহমেদ (৩২)।
হাইওয়ে পুলিশ জানায়, গত বুধবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলে কক্সবাজারের থেকে চট্টগ্রাম শহর অভিমুখে যাওয়ার সময় সাতকানিয়ার ছদাহা টাইম ক্যাফে নামক এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে নিহত হন দুজনই।
নিহত সালাউদ্দিনের খালাতো ভাই নাজিম উদ্দিন বলেন, তিন দিন আগে মোটরসাইকেলে নোয়াখালীর চৌমুহনী থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তৌহিদ ও সালাউদ্দিন। গত বুধবার দিবাগত রাতে তাঁরা বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা লাশ ময়নাতদন্ত ছাড়া দেওয়ার জন্য আবেদন করেছে।