নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত হয়নি। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, ২৪ ঘণ্টায় মোট ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮টি নমুনার র্যাপিড অ্যান্টিজেন ও ১৪টি নমুনার আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় কেউ করোনায় পজিটিভ শনাক্ত হননি।