সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নবনির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করার অভিযোগ উঠেছে। এ ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন মোবাইল ফোন বন্ধ রেখে বর্তমানে লাপাত্তা আছেন বলেও জানা গেছে।
এদিকে দায়িত্ব বুঝে না দেওয়ায় গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম। এ সময় পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। সকাল ৯টা থেকে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা জনসাধারণদের নাগরিক সেবা প্রদান করেন।
এরপর বেলা ২টায় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পরিষদের বর্তমানের হাল অবস্থা সম্পর্কে অবহিত করেন। তা ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝে না পাওয়া, পরিষদের সার্বিক পরিবেশ নোংরা অস্বাস্থ্যকর ও ব্যবহার অনুপযোগী বলে দাবি করেন। এ সময় তিনি অবস্থার উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।