ধীরে ধীরে সিনেমা হলে বাড়ছে দর্শক, অন্যদিকে বাড়ছে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা। নানা কারণেই তারকাদের ঘরের খবর দরজা পেরিয়ে চলে আসছে বাইরে। শাকিব-অপু-বুবলীর পর গত তিন দিন আলোচনার ঝড় বইছে রাজ, পরী আর মিমকে নিয়ে। এই তিনের সঙ্গে জড়িয়েছে পরিচালক রায়হান রাফীর নামও। রাফী জানিয়েছেন, এই মুহূর্তে ‘দামাল’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।
তবে শিগগির এ বিষয়ে অফিশিয়াল স্টেটমেন্ট দেবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন।
পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শক পছন্দও করেছেন। তাই মিম-রাজ জুটিতে আপত্তি নেই পরীমণিরও। তবে মাঝরাতের আলাপ বন্ধ চান জানিয়ে শুক্রবার রাতে আবারও ফেসবুকে পোস্ট দিয়েছেন পরী। ফেসবুকে পরী লেখেন, ‘বিশ্বাস কর মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের সিনেমা হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
মিমের এমন কথার জবাব দিয়েছেন পরী। তিনি জানান, রাজের সঙ্গে মিম জুটি হয়ে কাজ করুক, এমনটা তিনিও চান। এমনকি নির্মাতাদেরও এই জুটি নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন পরীমণি। সেই সঙ্গে ফাঁস করেছেন মিমের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট। যেটিকে পরীমণি তাঁর অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন।
এসব ঘটনায় সোশ্যাল মিডিয়াসহ চারদিকে যখন উত্তাপ ছড়াচ্ছে, মিম ও রাজ তখন চুপ মেরে আছেন। ফোন রিসিভ করছেন না কেউ। বৃহস্পতিবার পরীর পোস্টের পর মিম পাল্টা পোস্ট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু গতকাল পরী নতুন পোস্ট দিলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে আর কোনো পোস্টও দেননি মিম।