কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চার প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।
আদালত সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন, প্রচার ভ্যানে অতিরিক্ত হর্ন ব্যবহার ও নির্বাচনী অফিসে রঙিন ব্যানার ব্যবহার করায় কয়া ইউনিয়নের চার প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় কয়া ইউনিয়নের চার প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়মিত এ অভিযান চালানো হবে।