মাদারীপুরের কালকিনিতে দুলাল কাজী (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন দুর্বৃত্তরা। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
গত রোববার রাতে মাদারীপুরে জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামের কাচারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামের কালাই সরদারেরচর গ্রামের করিম কাজীর ছেলে কৃষক দুলাল কাজী রোববার সন্ধ্যায় এনায়েতনগর এলাকায় তাঁর এক আত্মীয়র জানাজা শেষে বাড়িতে রওনা দেন। কাচারীকান্দি নামকস্থানে আসলে তাঁকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। তবে এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
আহত দুলাল কাজী বলেন, ‘আমাকে স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে কুপিয়ে জখম করেছে। আমরা তাদের নামে মামলা করব। তবে মামলার আগে আমি কারও নাম বলতে চাই না।’
থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।