কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
স্বাধীনতার ৫০ বৎসর পূর্তি এবং বিজিবি দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তর মাঠে এর আয়োজন করে কাপ্তাই ৪১ বিজিবি। এতে শিলছড়ি একাদশ দলকে ৩-১ গোলে পরাজিত করে ৪১ বিজিবি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এ সময় উপ-অধিনায়ক মেজর মো. লোকমান হোসেনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও দর্শকেরা উপস্থিত ছিলেন।