রাজধানীর মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এইচএসসি পাস করা বেশ কয়েকজন শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া ১৬ জন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
এ কলেজের শিক্ষার্থী ইমন হোসেন পলাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘অ’ ইউনিটে প্রথম হয়েছেন। শিক্ষার্থী ইয়ামিন হাওলাদার ‘উ’ ইউনিটে প্রথম, শিক্ষার্থী আয়শা আমিন আফরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘গ’ ইউনিটে (বাণিজ্য) দ্বিতীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঈ’ ইউনিটে ৯২তম স্থান অর্জন করেছেন। এ ছাড়া সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোয় ১৬ জনসহ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন।
সুদক্ষ পরিচালনা পর্ষদ, নিয়মিত পাঠদান কর্মসূচি তদারকি, শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়ই এই সাফল্যের রহস্য বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। বিজ্ঞপ্তি