খাগড়াছড়ি রামগড়ে মাইক্রো কার মালিক ও শ্রমিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে মো. কামাল উদ্দিন সেলিম সভাপতি সদস্যদের ভোটে ও শরিফুল ইসলাম বিনা ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির ব্যবস্থাপনা কমিটির ৬টি পদের মধ্যে শুধু সভাপতি ও সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রামগড় বাজারে সমিতির কার্যালয়ে এ নির্বাচন হয়। এতে মো. এমরান হোসেন সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এর আগে সমিতির ৪টি পদে বিনা ভোটে মো. ওমর ফারুক সহসভাপতি, শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. নুর হোসেন কোষাধ্যক্ষ ও কামাল উদ্দিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম জানান, সমিতির ৬৪ জন ভোটারের মধ্যে ৫৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৬টি পদের মধ্যে ২টি পদে নেতা নির্বাচন করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।