বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর পোর্ট রোড মসজিদের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জোনায়েত হোসেন (২৫)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বাসিন্দা।
জানা যায়, গত শুক্রবার সকালে কোতোয়ালি থানার ফলপট্টির মুখ থেকে উপপরিদর্শক নাসির উদ্দীনের নেতৃত্বে এ অভিযান হয়।
আটককৃত জোনায়েত জানান, ঢাকা থেকে ২ কেজি গাঁজা বিক্রির উদ্দেশ্যে সুন্দরবন-১১ লঞ্চে বরিশালে পৌঁছালে পোর্ট রোড থেকে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক হন।
উপপরিদর্শক নাসির উদ্দীন বলেন, তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।