বান্দরবানের আলীকদম উপজেলা সদরে মাতামুহুরি নদীর কূল ঘেঁষে নির্মাণ করা হচ্ছে মারাইংতং ইকো রিসোর্ট ৷ আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ এবং স্থানীয় লোকজ সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এ রিসোর্টের নির্মাণশৈলীতে। চলছে শেষ মুহূর্তের কাজ। ২০ নভেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হতে পারে।
আলীকদম শহরের একেবারে কাছাকাছি খরস্রোতা মাতামুহুরি কূল ঘেঁষা রিসোর্টটি নির্মাণ করছেন স্থানীয় যুব উদ্যোক্তা জয়নাল আবেদীন। এরই মধ্যে রিসোর্টটি সাধারণ মানুষ ও পর্যটকদের নজর কেড়েছে।
রিসোর্টের নির্মাণকাজ শুরু হয় গত বছরের মাঝামাঝি। নান্দনিক কাঠামোয় গড়ে তোলা হয়েছে রিসোর্টের বিভিন্ন স্থাপনা।
সরেজমিনে দেখা গেছে, সম্পূর্ণ কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে দোতলা কটেজ। রিসোর্টের দক্ষিণ অংশে নির্মাণ করা হয়েছে রেস্তোরাঁ। ইট-কংক্রিটের দেয়ালজুড়ে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়েছে আস্ত বাঁশের শিল্পকর্ম। রিসোর্টের উত্তরাংশের দোতলা কটেজ আর দক্ষিণাংশের রেস্তোরাঁর সম্মুখভাগে রয়েছে ফুলের গাছ এবং সবুজ বীথিকা-বাগান।
আলীকদমের ঠিকাদার আব্দুল হামিদ বলেন, তাঁর আশা এ রিসোর্ট আলীকদমের পরিচিতিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
উদ্যোক্তা জয়নাল আবেদীন বলেন, অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর আশা, উপজেলার পর্যটন বিকাশে তাঁর এই রিসোর্ট বিশেষ অবদান রাখবে।