হোম > ছাপা সংস্করণ

বিশ্ব পর্যটন দিবসে সৈকত রক্ষার দাবি

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি

‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে কুয়াকাটায় পর্যটন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা পর্যটন মোটেল থেকে একটি র‍্যালি বের হয়ে সৈকত গিয়ে শেষ হয়।

পর্যটন দিবসে ভাঙন কবলিত কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

জানা যায়, জোয়ারে কুয়াকাটা সৈকতে ভাঙন দেখা দিয়েছে। সাগর পাড়ে জরুরি রক্ষণাবেক্ষণের আওতায় জিও ব্যাগে বালু ভরে ফেলা হলেও ভাঙন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্তমানে এসব জিও ব্যাগ সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সমুদ্র সৈকতে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, যা পর্যটকদের বিমুখ করছে। এমন পরিস্থিতিতে পর্যটন দিবসে (২৭ সেপ্টেম্বর) কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষা ও কুয়াকাটার সৌন্দর্য বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবি তুলেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

কুয়াকাটা শিকদার রিসোর্টের হিসাবরক্ষক শাহিন মাহমুদ বলেন, ‘আজকে (সোমবার) বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই সরকার ও দায়িত্বরত যারা আছে কুয়াকাটাকে গুরুত্ব দিয়ে পর্যটকদের জন্য, কুয়াকাটা উন্নয়নের জন্য সৈকত রক্ষা ও কুয়াকাটাকে আরও আধুনিকভাবে গড়ে তুলুক। আমরা চাই, বিশ্ব পর্যটন দিবসে মাধ্যমে সরকার একটু নজর দিক।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘পর্যটন দিবসে আমাদের দাবি, স্থায়ী দীর্ঘমেয়াদি প্রকল্পের মাধ্যমে যেন কুয়াকাটাকে রক্ষা করা হয় ও এর সৌন্দর্যবর্ধন করা হয়।’

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বারেক মোল্লা বলেন, ‘কুয়াকাটা ভাঙনরোধে প্রধানমন্ত্রী সব সময় নজর দিয়েছেন। বর্তমানে ভাঙনরোধে সাড়ে ৯০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই পর্যটন দিবসে আমাদের দাবি, সঠিকভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হোক।’

এদিকে, দিবসটি উপলক্ষে দিনভর নানা আয়োজনসহ বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র বারেক মোল্লাসহ ট্যুর গাইড, ক্যামেরাম্যান, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত সংগঠনের সদস্যরা র‍্যালিতে অংশ নেন।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস পালনে আজকে (সোমবার) আমরা সবাই একত্রিত হয়েছি। এটা একটি সুখের দিন।’

পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘আমাদের কুয়াকাটা শুধু পটুখালী না বাংলাদেশের বড় সম্পদ। আমরাই সম্পর্কে যদি ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে দেশের অর্থনীতি, জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ