হোম > ছাপা সংস্করণ

নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে–

ফুলছড়ি (গাইবান্ধা) : গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার আলোচনা সভা, যুব সমাবেশ, প্রশিক্ষণ সনদ ও বেকার যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, বিদ্যুৎ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শামছুল আলম প্রমুখ।

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা টাউন হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুল হক।

বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরলে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

খানসামা (দিনাজপুর) : দিনাজপুরের খানসামায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।

ইউএনও আহমেদ মাহবুব-উল আলমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

নবাবগঞ্জ (দিনাজপুর) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।

সৈয়দপুর (নীলফামারী) : জাতীয় যুব দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব চারা বিতরণ করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ