মানিকগঞ্জের সিঙ্গাইরে স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে ডুবে মোহাম্মদ হানিফ ওরফে টিটু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হানিফ ওরফে টিটু ঢাকার মিরপুরের মান্নান মিয়ার ছেলে। তিনি সিঙ্গাইর পৌরসভার ইরতা এলাকার করিম হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, শুক্রবার বিকেলে ইসলাম নগর সেতুতে স্ত্রী শাম্মী আক্তারকে নিয়ে ঘুরতে যান মোহাম্মদ হানিফ। এ সময় শাম্মী সেতুর রেলিং থেকে ছিটকে ধলেশ্বরী নদীতে পড়ে যান। হানিফ স্ত্রীকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিলে তিনিও ডুবে যান।
ওসি বলেন, স্থানীয় লোকজন শাম্মীকে জীবিত উদ্ধার করেন। হানিফের খোঁজ না পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হানিফের লাশ উদ্ধার করেন।