হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান পদপ্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

গণসংযোগে ব্যস্ত সময় কাটছে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. জাকির হোসেন মোল্লার। উপজেলা আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। তাঁর বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি রতনদিয়া, তোফাদিয়া, মালিয়াট, রতনদিয়া, রূপপুর, রূপসা, হারোয়া, হরিণবাড়ীয়া, টেংরাপাড়া হয়ে তাঁর বাড়িতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ২০০ মোটরসাইকেলে হাজারো কর্মী সমর্থকেরা ছিলেন। পরে নিজ বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক করেন তিনি।

জানা গেছে, জাকির হোসেন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত হেঁটে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ থেকে তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা মনে করছেন, রতনদিয়া ইউনিয়নের অন্য সব প্রার্থীর চেয়ে জাকির হোসেন যোগ্য।

চেয়ারম্যান পদপ্রত্যাশী জাকির হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে আমাদের এলাকার মানুষ ভালো আছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন (নৌকা প্রতীক) দিলে রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব। শেখ হাসিনার সার্বিক উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শতভাগ চেষ্টা করব।

জাকির হোসেন ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ