বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক সপ্তাহ পর থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে বগুড়া সদর থানায় জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ সোমবার রাতে আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
১৬ জুলাই বিকেলে কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।