হোম > ছাপা সংস্করণ

‘বৃষ্টি হইলে ঘরোত থাকা যায় না ’

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘আগে কচু ও শাকপাতা তুলে বাজারে বিক্রি করে বৃদ্ধ মাকে নিয়ে সংসার চালিয়েছি। এখন ভিক্ষা করে সংসার চালাচ্ছি। কোনোভাবে ছোট একটা টিনের ঘরে বসবাস করছি। একটু বৃষ্টি হইলে পানি পড়ে, ঘরোত থাকা যায় না।’ জোরে নিশ্বাস ছেড়ে কথাগুলো বলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিধবা মোছা. নারগিছ বেগম (৩৬)।

নারগিছ বেগম উপজেলার রমনা মডেল ইউনিয়নের সোনারী পাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী। ২০ বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক বছর পরে তাঁর স্বামী মারা যান। তখন থেকে একই ইউনিয়নের মুদাফৎথানা বেলের ভিটা এলাকায় বাবা-মায়ের সংসারে ফিরে আসেন। কিছুদিন পর নারগিছের বাবা হোসেন আলীর মৃত্যু হয়। সংসারে নেমে আসে অভাব অনটন। কোনো উপায় না পেয়ে ঝোপ-ঝাড় থেকে কচু ও শাকপাতা তুলে বাজারে বিক্রি করে সংসার চালান।

নারগিছের মা সাহের বানুর (৯০) নামে সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্কভাতা হলেও বর্তমানে ভাতার টাকা পান না। এতে কোনো উপায় না পেয়ে বৃদ্ধ মাকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খেয়ে না খেয়ে দিন কাটছে তাঁদের।

নারগিছ বেগম বলেন, ‘এখন আর কচু ও শাকপাতা পাওয়া যায় না। তাই অসুস্থ মাকে নিয়ে অন্যের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খেয়ে না খেয়ে দিন কাটছে। আগে বয়স্ক ভাতা কার্ড ছিল টাকা পাইতাম। এখন কয়েক মাস থাকি সেই টাকাও পাই না। অফিসে নাকি ঝামেলা হইছে। এদিকে ঘরের টিনগুলো ভালো না থাকায় একটু বৃষ্টি হইলে চোকিত পানি পড়ে ঘরোতথাকা যায় না। সরকারের কাছোত মোর একনা দাবি মোক যেন থাকার ঘর দেয়।’

স্থানীয় ইউপি সদস্য মো. বাবু মিয়া বলেন, ‘আমি নারগিছকে কর্মসৃজন কর্মসূচির নাম ও তাঁর মায়ের বয়স্ক ভাতা করে দিয়েছি। শুধু তাই নয় প্রতিটি রিলিফে তাঁর মায়ের নাম দেওয়া হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ