কলাপাড়ায় রাখাইন সমাজকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বালিয়াতলী ইউপির তুলাতলীপাড়া বৌদ্ধ মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাখাইন মোড়ল অংচংচি কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বৌদ্ধ ধর্ম অনুসারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতেই সমিতির মৃত সদস্যদের কল্যাণ কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। মন্দিরে দায়িত্বরত পুরোহিত উপুইন্দা ভান্তের মন্ত্র পাঠের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বক্তব্য দেন রাখাইন সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি চোটেন তালুকদার, টেনসুইয়ে হাওলাদার ও মংতেন মাতুব্বর।
কলাপাড়ার রাখাইনদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে রাখাইন সমাজকল্যাণ সমিতি। এই অঞ্চলের রাখাইনদের কৃষ্টি–সংস্কৃতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য এমনকি ছাত্রাবাসসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। রাখাইন সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৯৯ সালে সংগঠনটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মার্চ, ২০২১ কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে তিন মাসের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে নির্বাচন করতে না পারায় গত ২ অক্টোবর, ২০২১ পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন অস্থায়ী কমিটি গঠন করে অ্যাডহক কমিটি। জানা গেছে, এই পাঁচ সদস্যের কমিটির সদস্যদের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে।
সমিতির সাবেক সভাপতি চোটেন তালুকদার জানান, এই অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে রাখাইন সমাজকল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। শুরু থেকে সংগঠনটির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে যাচ্ছেন তারা।