হোম > ছাপা সংস্করণ

ভোটের মাঠে বিদ্রোহী শঙ্কায় আ.লীগ প্রার্থীরা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এর মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এক ডজনেরও বেশি বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের কারণে এসব ইউনিয়নে নৌকার ভরাডুবি হতে পারে এমন আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (একাংশ) ফরিদ আহমদ তারেক বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের কারণে কয়েকটি ইউনিয়নে নৌকার ভরাডুবি হতে পারে। আমরা বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি করেছি। এই তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (অপর অংশ) ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, ‘এ পর্যন্ত চারজন বিদ্রোহী প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। আমরা প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য এবং যেসব নেতা-কর্মী নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে তাঁদের নামের তালিকা তৈরি করার জন্য। আমরা এই তালিকা কেন্দ্রে পাঠাব।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ৯ ইউনিয়নের পাঁচটিতে বিদ্রোহী প্রার্থী রয়েছে। যদিও সময়মতো অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেনি। তবে এখনো যদি বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করে আমরা তাঁদের জন্য কেন্দ্রে সুপারিশ করব যাতে তাঁদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।’

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এসব ইউনিয়নে ভোটার রয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ১৩৪ ও মহিলা ভোটার সংখ্যা ৬৫ হাজার ৯৪২ জন। এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ