হোম > ছাপা সংস্করণ

নানাকে বিষ প্রয়োগে হত্যা করেন নাতনিই: পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরশহরে শামসুল শেখ (৬০) নামের এক বৃদ্ধর ঘাড়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গত রোববার শামসুলের নাতনি কামনা খাতুন নানাকে খুনের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শামসুল শেখের নাতনি কামনা বিয়ের পর রাশেদ নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কিছুদিন আগে কামনার সঙ্গে স্বামীর বিচ্ছেদ হয়। এরপর থেকে কামনা নানা ও নানির সঙ্গে থাকতে শুরু করেন। কিছুদিনের মধ্যে প্রেমের বিষয়ে জানতে পারেন শামসুল। তিনি কামনাকে বকাবকি করেন। এ জন্য প্রেমিক রাশেদকে নিয়ে নানাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। গত ২৯ নভেম্বর সোমবার রাত ১২টার দিকে শামসুল বারান্দায় ঘুমিয়ে থাকার সময় একটি বিষভর্তি ইনজেকশন নিয়ে সেখানে হাজির হন রাশেদ। এরপর পরিকল্পনা অনুযায়ী তিনি শামসুল শেখের পা চেপে ধরেন ও কামনা ইনজেকশনটি নানার ঘাড়ে পুশ করেন। এ সময় শামসুল শেখের ঘুম ভেঙে গেলে তিনি রাশেদকে পালাতে দেখেন। অন্ধকার থাকায় রাশেদকে তাঁর নাতজামাই জাহিদ ভেবে চিৎকার করেন। উদ্ধার করে শামসুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর মারা যান।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ইনজেকশনের মাধ্যমে ঘাড়ে বিষ প্রয়োগ করে শামসুলকে হত্যা মামলার পর থেকেই সদর থানা–পুলিশের টিম ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করেছিল। এরই মধ্যে একটি সূত্র ধরে কামনাকে আটক করা হয়। পরে তাঁর প্রেমিক রাশেদকেও আটক করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ