চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথমদিন ‘বি’ ইউনিটের দুই পর্বে (সকাল-বিকেল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়মুখী সড়কে শিক্ষার্থীদের ঢল নামে।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন এক পর্বে অংশ নেবেন ১৪ হাজার ২২১ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়ছেন ৩৫ জন।
এদিকে প্রথম দিনের দুই পর্বের পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় ও জালিয়াতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের ইতিহাস নেই। গত পঞ্চাশ বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে ৷ সার্বিক ব্যবস্থাপনায় আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি থাকবে না।’
উপাচার্য আরও বলেন, ‘ভবিষ্যতে আমরাও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি। যত দ্রুত সম্ভব পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য এবার আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটের পরীক্ষা গতকাল ও আজ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েকটি শিফটে অনুষ্ঠিত হবে।