বাগেরহাটের মোংলা বন্দরের নিরাপত্তাকর্মী ও সিঅ্যান্ডএফ কর্মচারীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হওয়া কর্মবিরতি গত বৃহস্পতিবার রাত ১০টায় প্রত্যাহার করে নিয়েছেন এজেন্ট নেতারা। ফলে রাত থেকেই জেটিতে কাজ আবার শুরু হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরুদ্দীন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।
বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ খান জানান, ঘটনাস্থলে তাঁদের নেতারা উপস্থিত ছিলেন না বিধায় এটি এতদূর গড়িয়েছে। তাঁরা এ বন্দর এক মুহূর্তের জন্যও বন্ধ থাকুক তা চান না। ইতিমধ্যে জেটি সরকারদের লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’
মূলত গত বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর জেটিতে সিঅ্যান্ডএফ কর্মচারীরা প্রবেশ করতে গেলে তাঁদের অ্যাপ্রোন (পোশাক) না থাকায় বাধা দেন নিরাপত্তা কর্মীরা। এ নিয়ে দুপক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
পরে নিরাপত্তাকর্মীরা দুজন সিঅ্যান্ডএফ কর্মচারীকে বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁদের কার্ড রেখে দেন।
এ নিয়ে জেটিতে কাজ বন্ধ হয়ে যায়। পরে সিঅ্যান্ডএফ এজেন্টের নেতারা এ ঘটনার বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কাজ বন্ধের ঘোষণা দেন।
পরবর্তী সময়ে সময়ে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে উল্লেখ করে সিঅ্যান্ডএফ নেতা সুলতান আহমেদ খান আরও বলেন, ‘আমাদের লোকদের কার্ড ফিরিয়ে দেওয়ায় পুনরায় কাজ শুরু করা হয়েছে।’