হোম > ছাপা সংস্করণ

আলোচনায় কি বরফ গলবে

ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শীর্ষ বৈঠক করতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হোয়াইট হাউস বলছে, ফ্রান্সের প্রস্তাবিত এই আলোচনা তখনই হবে, যখন রাশিয়া তার প্রতিবেশী দেশে (ইউক্রেন) আক্রমণ না চালানোর প্রতিশ্রুতি দেবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি বলছে, দুই বিশ্বনেতার (পুতিন ও বাইডেন) মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলে তা কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তাসংকটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ হতে পারে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুত রাশিয়া, যদিও ওয়াশিংটনের এমন দাবি অস্বীকার করে আসছে মস্কো। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ফোনালাপের পর বৈঠকের এ প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। একই ইস্যুতে এদিন তিনি বাইডেনের সঙ্গেও প্রায় ১৫ মিনিট ফোনে আলোচনা করেছেন।

মাখোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠকের সময় সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

একদিকে ফ্রান্সের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস আরও বলেছে, ‘রাশিয়া খুব শিগগির ইউক্রেনে পূর্ণ মাত্রার হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে।’ অন্যদিকে সংকটের ‘কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার’ প্রয়োজনীয়তার বিষয়ে পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছে মাখোঁর কার্যালয়। যদিও উত্তেজনা বৃদ্ধির জন্য পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও পূর্ব ইউক্রেনের সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানিকে অন্তর্ভুক্ত করে পুতিন এবং বাইডেন উভয় নেতাই আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মাখোঁ।

‘হত্যার তালিকা’
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সূত্রপাত ঘটাবে—যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য রয়েছে বলে জাতিসংঘকে জানিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাশেলেটকে পাঠানো এক চিঠির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র জাতিসংঘকে সতর্ক করে বলেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে যে ‘হত্যার জন্য’ ইউক্রেনীয়দের একটি তালিকা করেছে রাশিয়া।

এদিকে সীমান্তে ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার একটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মস্কো। ওই স্থাপনাটি ব্যবহার করতেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) সদস্যরা। মস্কো টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে এফবিএসের একটি সীমান্ত স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ