হোম > ছাপা সংস্করণ

লবণের ন্যায্যমূল্য ও আমদানি বন্ধে স্মারকলিপি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

লবণের ন্যায্যমূল্য ও বিদেশ থেকে আমদানি বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার লবণচাষিরা। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে লবণচাষিরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ লবণ শিল্পকে গুরুত্বের সহকারে নিয়ে জাতীয় লবণ নীতিমালা প্রণয়নের দাবি জানান। এ ছাড়া প্রান্তিক লবণচাষিদের ব্যাংক লোন সুবিধা ও লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করার দাবি জানান।

এ বিষয়ে লবণ ব্যবসায়ী আজমগীর মাতবর বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে। তবে লবণের মতো গুরুত্বপূর্ণ খাতটি অযত্নে রয়ে গেছে। লবণচাষিরা পরিবারকে খাওয়াতেই পারছেন না। লবণ বাইরে থেকে আসুক আপত্তি নেই, কিন্তু সরকার আমদানি করা লবণের কর বেশি করে আদায় করুক। এতে আমাদের এই ক্ষতিটাও কমে আসেব।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী বলেন, ‘চাষিদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এটি গুরুত্ব সহকারে দেখা হবে।

স্মারকলিপি দেওয়ার সময় লবণ ব্যবসায়ী নাছির উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ বাবুল, চাষি মো. সেলিম, আতিকুল ইসলাম, জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ