চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন।
এদিকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা কামরুল ইসলাম হোসাইনী।
আর ভোটগ্রহণ শুরুর পর থেকে কয়েকটি কেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেন একাধিক কাউন্সিলর প্রার্থী। তাঁরা প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন।
এ সময় কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘অনেক কেন্দ্র থেকে আমার কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। খুবই দুঃখের বিষয়। আমি এর আগেও নির্বাচন করেছি। বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। এ রকম প্রহসনমূলক নির্বাচনের শিকার আর কখনো হইনি। এ জন্য আমি নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছি।’
অপরদিকে বিজয়ী মেয়র তোফাইল বিন হোসাইন বলেন, ‘জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেরে যাচ্ছে দেখে বিভিন্ন অজুহাত তুলে আগেভাগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এটি কোনোভাবেই কাম্য নয়।’
বিজয়ী মেয়র আরও বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। এখানে কারচুপি করার কিছুই নেই। তারপরও নির্বাচনে হেরে যাচ্ছে দেখে নির্বাচন বর্জন করেন কামরুল ইসলাম হোসাইনী।’
জানা গেছে, ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন এস এম তোফাইল বিন হোসাইন। সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।