লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত উপজেলার ৭ ইউপিতে নৌকার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেওয়া হয়।
পাটগ্রামে আওয়ামী লীগ মনোনীত ৭ প্রার্থী হলেন শ্রীরামপুর ইউপির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রাম ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল, জগতবেড়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, কুচলিবাড়ীতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হামিদুল হক, জোংড়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, বুড়িমারীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজুল ইসলাম মিঠু ও দহগ্রাম ইউপিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।