হোম > ছাপা সংস্করণ

শীতবস্ত্র পেলেন ৩০০ শীতার্ত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুবিধা বঞ্চিত ৩০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার তারাকান্দি ভূঁইয়া বাড়ি প্রাঙ্গণে এসব এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। তৌফিকুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে নিম্ন আয়ের তিন শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান লুৎফুল ইমাদ বাপ্পি ও পরিচালক সাইফুল ইমাদ সাব্বির মা লুৎফুন নাহার উপস্থিত থেকে নিজ হাতে শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

এ সময় তৌফিকুল ইসলাম ট্রাস্টের উপদেষ্টা শাহরিয়ার আবির, হাবিবুর রহমান ভূঁইয়া, আকিকুল ইসলাম, জিয়াউল ইসলাম নাবিক ইসলামসহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রমজান আলী নামের এক দিনমজুর বলেন, ‘গত কয়েক দিন ধরে শীত বেড়েছে। এতে কষ্ট পাচ্ছিলাম। খবর পেয়ে এখানে এসেছি। শীতবস্ত্র পেয়েছি। এতে আমার বেশ উপকার হবে।’

সংগ্রাম আহমেদ নামের স্থানীয় এক যুবক বলেন, ট্রাস্টটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ঈদে চাল, ডাল, পোশাক বিতরণসহ অসহায় ও হতদরিদ্র মানুষদের নানাভাবে পাশে থাকছে।

এ ব্যাপারে লুৎফুন নাহার বলেন, সমাজের হতদরিদ্র, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তৌফিকুল ইসলাম ট্রাস্ট। শীতে প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের হতদরিদ্র লোকজনের কষ্টের বিষয়টি চিন্তা করে তাঁদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এভাবে অসহায়দের পাশে থাকবে ট্রাস্ট।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ