পঞ্চগড়ের বোদায় সরকারি গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান কেনার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বোদা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে এক মেট্রিক টন ধান ক্রয় করে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি মো. সোলেমান আলী।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আলিফ রেজা ও খাদ্য সংগ্রহ কমিটির সদস্য ইউসুফ আলী দুলাল। চলমান আমন সংগ্রহ মৌসুমে বোদায় ১ হাজার ৩০০ মেট্রিক টন ধান প্রতি কেজি ২৭ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।