পাবনায় দুর্বৃত্তের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম সাব্বির রহমান (২২)। তিনি সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের বাসিন্দা।
নিহতের চাচা আলমাছ হোসেন গতকাল শনিবার দুপুরে বলেন, গত ২৩ অক্টোবর রাতে খাওয়া শেষ করে নিজ ঘরে শুয়ে ছিলেন সাব্বির। ওইদিন রাত দশটার দিকে অজ্ঞাত ব্যক্তির ডাকে ঘরের বাইরে যান তিনি। দীর্ঘ সময়েও বাড়িতে না এলে তাঁর স্ত্রী ঘর থেকে বাইরে খুঁজতে গেলে বাড়ির পাশে সাব্বিরকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের মানুষ গিয়ে সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সাব্বিরের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি চাচা আলমাছের।
পাবনা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।