হোম > ছাপা সংস্করণ

এটা কোনো ব্যাটিং হলো?

হাসান মাসুদ

দল হারে; কিন্তু এ রকম বাজেভাবে হারলে যে কেউ হই না কেন, আমাদের মন খারাপ হয়ে যায়। মনে হয়, বাংলাদেশ দল নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার সময় এসেছে।

আশা করি, বিসিবি আমার কথাটা বিশ্বকাপের পরে আমলে নেবে।

এ রকম বাজে একটা দল, আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের চেয়েও দুর্বল মনে হচ্ছে আমার।

বাংলাদেশ প্রথম ধাক্কা খায় টস হেরে। আমি নিশ্চিত বা আমার বিশ্বাস, টস জিতলে বাংলাদেশও আগে ব্যাটিং নিত। প্রথমে ব্যাটিং করলে অন্তত ১০১ রানের বেশি করত।

দক্ষিণ আফ্রিকার মূল যে তিন ব্যাটার, এর মধ্যে দুজন খেলেছেন। রাইলি রুশো ও কুইন্টন ডি কককে নিয়ে আমাদের কোনো হোমওয়ার্ক ছিল না।

হ্যাঁ, রাইলি রুশো টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। এ সেঞ্চুরিটা ৫২ বলে করেছেন। ৬৩ রানের ভালো একটি ইনিংস খেলেছেন ডি ককও। সবচেয়ে বড় কথা, ডি কক-রুশোর বিশ্বকাপের রেকর্ড ১৬৮ রানের জুটিই দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসায়। যেকোনো উইকেটেই এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড জুটি।

বোলিংয়ে সবচেয়ে বেশি হতাশ অধিনায়ক সাকিব আল হাসানে। যদিও তিনি দুটি উইকেট পেয়েছেন, কিন্তু ৩ ওভারে ৩৩ রান দিয়ে। ৩৩ রান দেওয়া তাঁর মতো একজন অলরাউন্ডারের কাছে প্রত্যাশিত নয়। তাসকিন আরেকটু বেশি রান দিয়েছেন যদিও; তবু তাসকিন তো আর সাকিব আল হাসান নন।

বাংলাদেশের ব্যাটিং যখন দেখেছি, মনে হলো, শুরুটা বেশ ভালোই ছিল। মোটামুটি প্রথম ২ ওভার বেশ ভালোই খেলেছে। কিন্তু তৃতীয় ওভারে আনরিখ নরকিয়া এসে এলেমেলো করে দিয়েছেন, ৩. ৩ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তাবরেজ শামসিও তাঁকে সহযোগিতা করেছেন ৩ উইকেট নিয়ে।

বাংলাদেশ দলে লিটন দাস ছাড়া ইমপ্রেসিভ কোনো ব্যাটার ছিল না। কেমন একটা খেলা হলো, আমি নিজেও এটাকে হজম করতে পারছি না। এটা কেমন ধরনের ব্যাটিং? এখানে উইকেটে থাকতে হবে, রানও করতে হবে। এটা কোনো ব্যাটিং হলো নাকি? বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গিয়ে একটা দলের ব্যাটিং পারফরম্যান্স কি এ রকম হয়? বাংলাদেশ দলকে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের চেয়ে বাজে মনে হয়েছে আমার কাছে। এ জন্য নতুন করে চিন্তাভাবনা করতে হবে।

সাকিব আল হাসানের যে সামনে থেকে নেতৃত্ব দেয়ার একটা ব্যাপার আছে, সেটাও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে অনেক কিছু নতুন করে চিন্তাভাবনা করতে হবে। বিশ্বকাপের পরেই ক্রিকেট বোর্ড অবশ্যই নতুন করে চিন্তাভাবনা করবে, কীভাবে সামনে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ