হোম > ছাপা সংস্করণ

‘আয়না কাহিনী’তে ফজলুর রহমান বাবু

নায়করাজ রাজ্জাক পরিচালিত সর্বশেষ সিনেমা ‘আয়না কাহিনী’। এবার একই নামে নির্মিত হলো নাটক। বানিয়েছেন আলমগীর সাগর। নাটকের মুখ্য একটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং হয়েছে।

‘আয়না কাহিনী’ নাটকে অভিনয় করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘গল্পটা আমার ভালো লেগেছে। আয়না শব্দটি মূলত রূপক অর্থে ব্যবহার করা। আয়নায় তো মানুষ নিজেকে দেখে। মানুষ নিজেই নিজের সবচেয়ে কাছের মানুষ। কিন্তু মানুষ আয়নার সামনে দাঁড়ালেও কি নিজেকে চিনতে পারে? এমন ভাবনা নিয়েই তৈরি হয়েছে নাটকটির গল্প। আমার ধারণা, কাজটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

ফজলুর রহমান বাবু এরই মধ্যে শেষ করেছেন ফুয়াদ চৌধুরীর পরিচালনায় ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। গ্রাম-শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। এতে একজন দালালের চরিত্রে অভিনয় করেছেন বাবু। এ ছাড়া তিনটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এ অভিনেতা।  

সম্প্রতি ঘোষণা হয়েছে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ফজলুর রহমান বাবু। এ নিয়ে ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। এ বিষয়ে বাবু বলেন, ‘যতবারই জাতীয় পুরস্কার পেয়েছি কাজের প্রতি উৎসাহ বেড়েছে, দায়িত্ব বেড়েছে। আমি মনে করি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে শিল্পীর দায়িত্ব বেড়ে যায়। আরও বেশি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার দায়িত্ববোধ জন্ম নেয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ