হোম > ছাপা সংস্করণ

বাকিতে সিগারেট না দেওয়ায় কুপিয়ে জখম

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানিকে আহত ও তাঁর মাকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার দুড়দুড়িয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দোকানির নাম মো. ছিয়ার আলী (৪০) ও তাঁর মা মোছা হাওয়া বেগম (৫৫)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দোকানি মো. ছিয়ার আলী বলেন, ‘বুধবার দুড়দুড়িয়া মোল্লাপাড়া গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) আমার দোকানে সিগারেট কিনতে আসেন। আমি সিগারেট দিতে অস্বীকৃতি জানালে জোর করে নিতে গেলে বাধা দেন। এতে তাঁর সঙ্গী আলী আতার (৪৫) ও মো. আলখির (২০) তিনজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আমার মা এগিয়ে এলে তাঁকে হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয় লোকজন আমাকে ও আমার মাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান গতকাল বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ